শনিবার   ০১ নভেম্বর ২০২৫   কার্তিক ১৬ ১৪৩২   ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৪

শারীরিক এবং মানষিক সুস্থ্যতার জন্য  খেলাধুলা অপরিহার্য

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫  

চাঁদপুর - ২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী , চাঁদপুর জেলা বিএনপির সদস্য, ডক্টর্স এসোসিয়েশন অব বাংলাদেশ  (ড্যাব) এর জাতীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও ঢাকা মহানগর উত্তর এর সভাপতি প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন,  শারীরিক এবং মানষিক সুস্থতার জন্য খেলা ধুলার কোন বিকল্প নাই। সুস্থ্যতার জন্য  খেলা ধুলার চর্চা অপরিহার্য।

 

আজ শুক্রবার বিকেলে ছেঙ্গারচর কলেজ মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল ম্যাচে  মতলব উত্তর বনাম দক্ষিণ উপজেলা দলের মধ্যে অনুষ্ঠিত  প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ীদের মাঝে ট্রপি প্রদানকালে সভাপতির বক্তব্যে   তিনি একথা বলেন।

 

 ডাঃ সরকার শামীম  আরও বলেন, আবহমানকাল থেকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল ফুটবল। দূঃখের বিষয়  বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ক্রীড়া  জগতে দলীয় করন এবং লুটপাটের মাধ্যমে খেলা ধুলার কোন সুষ্ঠ পরিবেশ ছিল না।

 

ফলে খেলা ধুলার জগত থেকে তরুন সমাজকে  অনেক দূরে সরিয়ে রাখা হয়েছিল। আর তরুণ সমাজ ঢুকে পড়েছিল অন্ধকার নেশা ও সন্ত্রাসের জগতে। ডাঃ শামীম বলেন, প্রতিটা পাড়া মহল্লায় নিয়মিত ভাবে বিভিন্ন রকমের খেলা ধুলার  আয়োজন করা আমাদের নৈতিক দায়িত্ব।

 

খেলাধুলা চর্চার মাধ্যমে  যুব সমাজকে অন্ধকার  জগত থেকে রক্ষা করে শারীরিক ও মানসিক সুস্থ্য  রাখা সম্ভব। তা হলে তাদের রাষ্ট্রের উন্নয়ন কার্যক্রমে  অংশীদার করা যাবে।

 

 অনুষ্ঠানেরর প্রধান অতিথির বক্তব্যে  বাংলাদেশ ফুটবল ফেডারেশন  (  বাফুফে)-র  সভাপতি ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা পেলে ক্রীড়াংগনে যোগ্য নেতৃত্ব প্রদান করে  একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল জাতি গঠনে যুব সমাজকে আবার খেলার মাঠে ফিরিয়ে আনা হবে। খেলা ধুলার উন্নত  প্রশিক্ষণ ও চর্চার ব্যাপক উন্নয়ন করা হবে।

 

এসময় মতলব উত্তর ও দক্ষিনের সহস্রাধিক দর্শক গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় ফুটবল প্রীতি ম্যাচটি উপভোগ করেন। অনুষ্ঠানে মতলব উত্তর ও দক্ষিন উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর পূর্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে ডাঃ শামীমের উদ্যোগে চলমান  ফ্রী মেডিকেল ক্যাম্প  সকাল থেকে এখলাছপুর ইউনিয়নের বোরচর এ অনুষ্ঠিত হয়। তাতে সহস্রাধিক মানুষ বিনা মূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা ও ঔষধ গ্রহণ করেন। মতলব বাসীর স্বাস্থ্য সেবায় এরকম কার্যক্রম আরো বহুদিন যাবত চলবে বলে ডাঃ শামীম জানান।।

এই বিভাগের আরো খবর